জ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | J Diye Sahabider Name Orthosoho - by puretrick99
Join Our Official Telegram Channel
জ দিয়ে কোরআনে বর্ণিত পুরুষ সাহাবীদের সেরা নামগুলো অর্থসহ দেওয়া হলো এই পোস্টে। আশাকরি যারা সাহাবীদের নাম খুজেঁন জ অক্ষর দিয়ে তাদের জন্য এই পোস্ট টি অনেক হেল্পফুল হবে।
আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর জ দিয়ে সাহাবীদের নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।এই জ অক্ষর দিয়ে অল্প কয়েকজন সাহাবী ছিলো তাদের নাম এবং অর্থ নিচে দিয়ে দিলাম।
জ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ২০২৪
(১) জাফর ইবনে আবি তালিব - নামের অর্থ = (তালিব অর্থ হচ্ছে - হচ্ছে শুভেচ্ছা, প্রেরক (সত্যের), ছাত্র, প্রেমিক, সত্যের সন্ধানকারী।)
(২) জাবান আল কুর্দি - নামের অর্থ = (যবান অর্থ হচ্ছে, জিহ্বা, ভাষা।)
(৩) জাবির ইবনে আতিক - নামের অর্থ = (আতিক অর্থ হচ্ছে- পবিত্র, উদার, মহৎ, মহানুভব।)
(৪) জাবির ইবনে আবদুল্লাহ - নামের অর্থ = (আব্দুল্লাহ অর্থ হচ্ছে- আল্লাহর দাস, আল্লাহর প্রিয় বান্দা।)
(৫) জারির ইবনে আবদুল্লাহ আল বাজালী - নামের অর্থ = (জারির অর্থ হচ্ছে - একজন যে টানতে পারে, যে তুলতে পারে।)
(৬) জায়েদ ইবনুল খাত্তাব - নামের অর্থ = (খাত্তাব অর্থ হচ্ছে - সুবক্তা)
(৭) জুবাইর ইবনে মুতইম - নামের অর্থ = (জুবাইর অর্থ হচ্ছে- বুদ্ধিমান)
(৮) জিবর ইবনে উতাইক - নামের অর্থ = (উতাইক অর্থ হচ্ছে - উদারতা, ধার্মিকতা, পুণ্য।)
(৯) জুলাইবিব - নামের অর্থ = (জুলাইবিব অর্থ হচ্ছে - সাহসী শহীদ)
আরো পড়ুনঃ ফ দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহ
উপরোক্ত নামগুলো সবই সাহাবীদের নাম, সব নামগুলোর অর্থই পজিটিভ। যাহোক তারপরেও কোনো নাম আপনার শিশুর জন্য নির্বাচন করার পূর্বে নিকটস্থ হুজুরের কাছে নামটি নিয়ে আলোচনা করে দেখে নিবেন। ধন্যবাদ পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য, ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইলো।
Post a Comment
0 Comments