ব-এবং-ই-দিয়ে-সাহাবীদের-নামগুলো-অর্থসহ
ব এবং ই দিয়ে পুরুষ ও  মহিলা সাহাবীদের সেরা নামগুলো অর্থসহ - আপনি যদি এই অক্ষর দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের শ্রেষ্ঠ নামগুলো জানতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য। এবং আমি মনে করি আপনার প্রিয় নবজাতক শিশুর জন্য এখান থেকে একটি নাম পছন্দ হবেই ইনশাআল্লাহ।

আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর ব এবং ই দিয়ে সাহাবীদের নামগুলো শেয়ার করবো, এবং আমি শুধুশুধু বকবক করে সময় নষ্ট করবোনা; তাই আপনাদের কাঙ্ক্ষিত সেই নামগুলি নিচে দিয়ে দিলাম।

ব দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ

(১) বিলাল ইবনে রাবাহ = (বিল্লাল নামের আরবি অর্থ পানি)
(২) বুরাইদাহ ইবনুল হুসাইব = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৩) বশির ইবনে শা'আদ =(বশির নামের অর্থ হলোঃ বুদ্ধিমান,উজ্জ্বল।)

(৪) বুদাইল ইবনে ওয়ারকা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৫) বুজাইর ইবনে যুহাইর = (যুহাইর নামের অর্থ হচলোঃ ঝিলিমিলি, উজ্জ্বল, জ্বলজ্বলে।)
(৬) বাহহাস ইবনে সালাবা = (বাহাস নামের অর্থ হচ্ছে- পণ্ডিত, গবেষক)

ই দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ

(১) ইয়াসির ইবনে আমির = (ইয়াসির নামের অর্থ হলো সহজসাধ্য।)
(২) ইয়াযিদ ইবনে আস সাকান = (ইয়াযিদ নামের অর্থ হলোঃ বৃদ্ধি, প্রাচুর্য (উৎপত্তি আরবি))
(৩) ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান = (সুফিয়ান নামের আক্ষরিক অর্থ হলো দ্রুত চলমান। এছাড়াও বিভিন্ন উৎস থেকে পাওয়া সুফিয়ান নামের আরো অর্থ হলো চটপটে।)

(৪) ইয়াযিদ ইবনে সালাবা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৫) ইয়াজিদ ইবনে কায়স = (কায়স নামের অর্থ হচ্ছে, পরিমাণ।)
(৬) ইয়াস ইবনে আবুল বুকায়র = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।

(৭) ইব্রাহিম ইবনে মুহাম্মাদ = (ইব্রাহিম নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু।)
(৮) ইকরিমা ইবনে আবি জাহল = (ইকরিমা নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে

আমি মুসলিম হিসেবে একটি মেসেজ জানাতে চাই, আপনার শিশুর জন্য ভালো একটি ইসলামিক নাম রাখুন। যারফলে শিশুটি বড় হওয়ার সাথে সাথে নামের ভালো প্রভাবে ও মানুষের মতো মানুষে পরিনত হবে। পৃথিবীতে ১০০ কানি জমি না রেখে গিয়ে একটি নেককার সন্তান রেখে যাওয়া হাজার গুন বেশী উত্তম।

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে follow বাটনে ক্লিক করুন