কোরআনে বর্ণিত হ দিয়ে সাহাবীদের সেরা সব নামগুলো অর্থসহ
Join Our Official Telegram Channel
আমি প্রায়ই একটি কথা বলি তা হলো আপনার শিশুর জন্যে ভালো একটি ইসলামিক অর্থবোধক নাম রাখুন যাতে সন্তান টি এই নামের হিডেন পাওয়ারে ভালো মানুষ হয়। অনেকেই মনে করেন সবাই ই ভালো মানুষ, আসলে আমি বলবো সবাই ভালো মানুষ না। একটা গরুর বাচ্চা জন্ম হওয়ার পরে বড় হয়ে গরু হয় কিন্তু মানুষের বাচ্চা বড় হয়ে মানুষ হয়না তাকে মানুষ করে তুলতে হয় স্টেপ বাই স্টেপে।
আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর হ দিয়ে সাহাবীদের নাম শেয়ার করলাম এবং সেগুলো অর্থসহ।
হ দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ
(১) হামজা ইবনে আবদুল মুত্তালিব = (আব্দুল মুত্তালিব নামের অর্থ হচ্ছে, আল্লাহর উপদেষ্টা ও সঙ্গী।)
(২) হামনা বিনতে জাহাশ = (জাহশ নামের অর্থ হচ্ছে, নবী মুহাম্মদের সঙ্গী)
(৩) হালিমা বিনতে আবি যুয়ায়েব (হালিমা সাদিয়া) = (হালিমা নামের অর্থ হচ্ছে, ধৈর্যশীল, মৃদু, বিনয়ী এবং উদার।)
(৪) হাকিম ইবনে হিযাম = (হাকিম নামের অর্থ হলো জ্ঞানী, বিচক্ষণ।)
(৫) হাজ্জাজ ইবনে ইলাত = (হাজ্জাজ নামের অর্থ প্রমাণকারী)
(৬) হাবিব ইবনে মাসলামা = (হাবিব নামের অর্থ হচ্ছে পছন্দ, অত্যন্ত প্রিয়, প্রেমিকা, প্রেমিক।)
(৭) হারিস ইবনে হিশাম = (হারিছ নামের অর্থ হচ্ছে আগ্রহী, আকাঙ্ক্ষী।)
(৮) হাতিব ইবনে আমর = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৯) হাতিব ইবনে আবি বালতায়া = (হাতিব নামের অর্থ হচ্ছে, একজন ব্যক্তি যিনি কাঠ সংগ্রহ করেন।)
(১০) হাসান ইবনে আলী = (আলী নামের অর্থ উন্নত। আবার, ধর্মীয় ও বাংলা অভিধান ভেদে আলী নামের অন্য একটি অর্থ হলো সম্ভ্রান্ত মুসলমানের পদবী।)
(১১) হিন্দ বিনতে উতবা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(১২) হানজালা ইবনে আবি আমির = (আমির নামের আরবি অর্থ নেতা, অগ্রণী, দলপতি।)
(১৩) হাসসান ইবনে সাবিত = (সাবিত শব্দটি আরবি পরিভাষা থেকে এসেছে। সাবিত নামের আভিধানিক অর্থ হলোঃ স্থিতিশীল এবং অদম্য।)
(১৪) হিলাল ইবনে উমাইয়া = (উমাইয়া নামের অর্থ হলোঃ উমাইয়া একটি আরব্য গোত্রের নাম। উমাইয়া শব্দটি আমাহ শব্দের ক্ষুদ্রত্ববাচক বিশেষ্য। আর আরবী আমাহ বা আমাতুন অর্থ দাসী, বাদী। সুতরাং উমাইয়া শব্দের আভিধানিক অর্থ ছোট দাসী।)
(১৫) হুবায়রাহ ইবনে সাবাল = (সাবাল নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে)
(১৬) হুমায়দাহ আল-বারিকী = (বারিক নামের অর্থ হচ্ছে, উজ্জ্বল।)
(১৭) হিশাম ইবনুল আস = (হিশাম নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)
(১৮) হুজুর ইবনে আদি = আদি নামের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, উদার, মনোযোগী।
(১৯) হুসাইল ইবনে জাবির = (জাবির নামের আরবি অর্থ; ভাল কাজ সম্পাদনকারী ব্যক্তি, যিনি শক্তিশালী।)
(২০) হোসাইন ইবনে আলী = (আলী নামের অর্থ উন্নত। আবার, ধর্মীয় ও বাংলা অভিধান ভেদে আলী নামের অন্য একটি অর্থ হলো সম্ভ্রান্ত মুসলমানের পদবী।)
(২১) হুযাইফা ইবনুল ইয়ামান = (ইয়েমেন নামের অর্থ ধন্য, “সৃষ্টিকর্তার অনুগ্রহপ্রাপ্ত”।
(২২) হুজায়ফা বিন মিহসান = (হুজাইফা নামের অর্থ নবীর একজন সহচর।)
Post a Comment
0 Comments