পেভিসন ক্রিম এর উপকারিতা - দাম এবং কাজ ও ব্যবহারের নিয়ম (A to Z বিস্তারিত)
Join Our Official Telegram Channel
পেভিসন ক্রিম এর দাম কত?
প্রথমেই আপনরা সকলে এই মলমটির দাম জানতে চান তাই আমি প্রথমেই এটির প্রাইজ জানাবো।
পেভিসোন ক্রিম 10 gm tube: ৫৫ টাকা।
পেভিসোন ক্রিম 20 gm tube: ৭৫.৫১ টাকা।
পেভিসন ক্রিম এর উপকারিতা জেনে নিনঃ
১। শরীরের বিভিন্ন অঙ্গের চুলকানিঃ যেমনঃ দাউদ, ফাঙ্গাস, ছত্রাক, যোনিপথে চুলকানি ইত্যদি দুর করে।
২। পেভিসন ক্রিমে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বিদ্যমান থাকায় পায়ের যেকোনো ধরনের দাগ দুর করে।
৩। আক্রান্ত কোষঝিল্লির ব্যাপ্তিকে পরিবর্তন করে এবং লিপিড বিপাকে বাধা প্রধান করে এরফলে দ্রুতই চুলকানি ভালো হয়ে যায়।
৪। ছত্রাক ও জীবাণু মিশ্রনের প্রাদুর্ভাবে ঘটা পূনঃপ্রদাহ এবং একজিমা দুরকরনে অনেক কার্যকরী একটি ঔষধ।
৫। এলার্জি জনিত সমস্যার কারনে শরীরের যেকোনো জায়গা ফুলে গেলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, এতে ফোলা কমে যায় খুব দ্রুতই।
৬। দাদ হওয়ার কারনে কালো দাগ হওয়া স্হানে অথবা যেকোনো কালো দাগের স্হানে ক্রিমটি ব্যাবহার করলে কালো দাগ দূর হয়ে যায়।
পেভিসন ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নিনঃ
ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন রোগীদের, পেভিসন ক্রিম প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন ২ বার ব্যবহারের। এ ক্রিমটি আক্রান্ত স্হানে অল্প করে লাগাবেন এবং ব্যাবহারের পূর্বে আক্রান্ত স্হানটি নরমাল পানি দিয়ে অথবা হালকা কুসুম পানি দিয়ে ভালোভাবে ধৌত করে, পরিষ্কার নরম শুকনো কাপড় দিয়ে মুছে ক্রিমটি হাতে অল্প পরিমানে নিয়ে লাগিয়ে দিবেন, সকালে এবং রাতে।
পেভিসন ক্রিম এর কাজ কি বা কেন ব্যাবহার করা হয়?
পেভিসন ক্রিম দাদ রোগের জন্য এবং এলার্জি জনিত যেসকল চুলকানি রয়েছে ও যোনিপথের চুলকানি নিরাময়ের জন্য বেশী ব্যাবহৃত হয়। এসকল রোগে এই ক্রিমটি খুবই কার্যকরী বলে জানা গেছে।
এ ক্রিমটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে যেসব রোগীদের এলার্জি কারনে শরীর অনেক চুলকায়, এবং যাদের দাউদ রোগ রয়েছে তাদের জন্য বেশ কার্যকরী একটি মলম। এছাড়াও শরীরের বিভিন্ন কালো দাগের স্হানে ব্যবহার করলে কালো দাগ দূর হয়ে যায়।
পেভিসন ক্রিম এর সতর্কতাঃ
এটি প্রতিদিন ২ বারের বেশী না ব্যবহার করাই ভালো, এটি আক্রান্ত স্হানে বেশী করে লাগালে চুলকানি বেড়ে গেলে মুছে ফেলুন অথবা অন্য কোন সমস্যা ও হতে পারে তাই হালকা লাগানোই ভালো। এই ক্রিমটি ২ সপ্তাহের বেশী ব্যাবহার করতে নিষেধ করেন চিকিৎসারা।
পেভিসন ক্রিম কোন দেশের?
এটি বাংলাদেশের, পেভিসন Sanofi Aventis (BD) Ltd কোম্পানির ঔষধ।
আমাদের অল্প কিছু কথাঃ
পেভিসন ক্রিম এর কাজ কি - ব্যবহারের নিয়ম- দাম এবং সাইডইফেক্ট ইত্যাদি এগুলো নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এ পোস্টে; এবং যতটুকু প্রয়োজন তা সবকিছুই এ পোস্টে লিখেছি, তারপরেও আরো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন।
Post a Comment
0 Comments